কালিহাতীতে বাস চাপায় এক নারী নিহত

কালিহাতী টাঙ্গাইল

স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইলের কালিহাতীতে অজ্ঞাত বাস চাপায় এক নারী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে নিহতের নাতি। আহত ব্যক্তিকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করেছে ফায়ার সার্ভিস। শনিবার (৯ মার্চ) রাতে উপজেলার চরভাবলা এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। নিহত ওই নারী উপজেলার নরদহী এলাকার শুকুর আলীর স্ত্রী মরিয়ম (৫০)। এ সময় আহত হয়েছে তাদের মেয়ের ঘরের নাতি সাহেদ (১০)।
এলেঙ্গা ফায়ার সার্ভিসের সাব অফিসার আতাউর রহমান জানান, দুর্ঘটনার খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহত শিশুকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে আমাদের অ্যাম্বুলেন্সে করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি করি।
বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার (এসআই) টিটু জানান, নিহত ওই নারী তার নাতিকে নিয়ে ধলাটেঙ্গর মেয়ের বাড়ি যাচ্ছিলো। এ সময় রাস্তা পার হওয়ার সময় অজ্ঞাত বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে মরদেহ উদ্ধারের পর আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

২৫৩ Views

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *