বিভাস কৃষ্ণ চৌধুরী ॥
টাঙ্গাইল পৌর এলাকায় ফুটপাত অবৈধ দখলমুক্ত অভিযান পরিচালিত হয়েছে। সোমবার (১১ই মার্চ) দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাইমিনুল ইসলাম এর নেতৃত্বে পৌর এলাকার ভিক্টোরিয়া রোড, ভিক্টোরিয়া খাল পাড়, পুরাতন আদালত রোড ও পাঁচ আনী বাজারে এই অভিযান পরিচালিত হয়। এ সময় টাঙ্গাইল পৌর এলাকার ভিক্টোরিয়া রোডের ক্যাপসুল মার্কেটের পার্কিং এর জায়গা অবৈধ দখলমুক্ত, ভিক্টোরিয়া খালের উপর গড়ে তোলা অবৈধ দোকান অপসারণসহ শতাধিক অবৈধ দোকান অপসারণ করা হয়েছে।
জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাইমিনুল ইসলাম বলেন, টাঙ্গাইলের জেলা প্রশাসক কায়ছারুল ইসলাম এর নির্দেশনায় আজকের অভিযান পরিচালিত হয়েছে এবং ফুটপাত অবৈধ দখলমুক্ত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
১১০ Views