
স্টাফ রিপোর্টার ॥
আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে টাঙ্গাইলের মধুপুর ও ধনবাড়ী উপজেলায় স্থানীয় এমপি ও সাবেক কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাকের উপস্থিতিতে আওয়ামী লীগের বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা আওয়ামী লীগ আয়োজিত রবিবার (১০ মার্চ) মধুপুর উপজেলা অডিটোরিয়ামে বিশেষ সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও স্থানীয় এমপি ড. আব্দুর রাজ্জাক। মধুপুর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও শোলাকুড়ি ইউপি চেয়ারম্যান অ্যাডভোকেট ইয়াকুব আলীর সভাপতিত্বে এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সদস্য ও সাবেক ভাইস চেয়ারম্যান ড. ফরহাদুল আলম মণি, মধুপুর পৌরসভার মেয়র সিদ্দিক হোসেন খান, আবু সাইম তালুকদার, আক্তার হোসেন খান, সাদিকুল ইসলাম, আবুল কালাম আজাদসহ দলের নেতাকর্মীরা।
জানা যায়, উপজেলা পরিষদ নির্বাচনে দলীয় প্রতিক না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় আওয়ামী লীগ। ফলে দলের যে কারোর নির্বাচন করতে বিধি নিষেধ নেই। এ সুযোগে অনেক ত্যাগী ও পরীক্ষীত নেতাই নির্বাচন করার জন্য ইতোমধ্যে গনসংযোগ শুরু করেছেন। স্থানীয় নির্বাচনে এমপি-মন্ত্রীদের জন্য রয়েছে নির্দেশনা। একটি পৌরসভা ও ১১ টি ইউনিয়ন নিয়ে মধুপুর উপজেলা গঠিত। উপজেলা নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্র্থীরা হলেন- বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছরোয়ার আলম খান আবু, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও শোলাকুড়ি ইউপি চেয়ারম্যান অ্যাডভোকেট ইয়াকুব আলী, জেলা আওয়ামী লীগের সদস্য ও সাবেক ভাইস চেয়ারম্যান ড. ফরহাদুল আলম মণি।
একটি পৌরসভা এবং ৭টি ইউনিয়ন নিয়ে ধনবাড়ী উপজেলা গঠিত। এবার উপজেলায় সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীরা হলেন- বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান হারুনার রশিদ হীরা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মীর ফারুক আহমেদ ফরিদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার দুইবারের মেয়র এবং দুইবারের ইউপি চেয়ারম্যান খন্দকার মঞ্জুরুল ইসলাম তপন, সাবেক উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ আলী কিসলু, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান ওয়াদুদ তালুকদার সবুজ, সাবেক ছাত্রনেতা আজিজুল ইসলাম।