স্টাফ রিপোর্টার ।।
টাঙ্গাইল ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুলের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান রোববার (১০ মার্চ)সকালে বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সাবেক সংসদ সদস্য এডভোকেট জোয়াহেরুল ইসলাম।
(ভিপি জোয়াহের) থেকে মেধাবী ছাত্র-ছাত্রীদের হাতে পুরস্কার তুলে দেন।
স্কুলের ভারপ্রাপ্ত প্রিন্সিপাল মোহাম্মদ রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি এডভোকেট জাফর আহমেদ, বাসাইল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিষয়ক কর্মকতা ডা. শিরলী হামিদ, টাঙ্গাইল উচ্চ মাধ্যমিক শিক্ষা অফিসার মুজিবর আহসান, টাঙ্গাইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুল পরিচালনা পর্ষদের সদস্য মো. নাসির উদ্দিন, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুল পরিচালনা পর্ষদের আনোয়ার হোসেন প্রমুখ।