স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান হয়েছে। সোমবার (১১ মার্চ) দুপুরে জেলা শিশু একাডেমি প্রাঙ্গণে জেলা মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম, হিন্দুধর্মীয় কল্যাণ ট্রাস্টের ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) নাফিসা আক্তার।
জেলা মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম, হিন্দুধর্মীয় কল্যাণ ট্রাস্টের ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সহকারী প্রকল্প পরিচালক রমেশ চন্দ্র সরকারের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা খন্দকার নিপুন হোসাইন প্রমুখ। পরে অতিথিরা বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।
সোমবার (১১ মার্চ) দিনব্যাপী ১১টি ইভেন্টে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
২৩২ Views