স্টাফ রিপোর্টার, মির্জাপুর ॥
টাঙ্গাইলের মির্জাপুরে পুলিশের পোষাক পড়ে গোপাল রাজবংশী নামে এক ব্যবসায়ীর কাছ থেকে ৫৬ হাজার ২৫ টাকা ছিনতাই করা হয়েছে। এ ঘটনাটি ঘটেছে সোমবার (১১ মার্চ) ভোর সাড়ে পাঁচটার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পুষ্টকামুরী চড়পাড়া নামক স্থানে। গোপাল রাজবংশী উপজেলা সদরের বাওয়ার কুমারজানি পূর্বপাড়া গ্রামের নারায়ন চন্দ্র রাজবংশীর ছেলে।
জানা গেছে, গোপাল রাজবংশী পেশায় একজন মাছ বিক্রেতা। প্রতিদিনের ন্যায় তিনি সোমবার (১১ মার্চ) ভোরে বিদ্যুৎ চালিত অটোরিকশাযোগে উপজেলার পাকুল্যা বাজারের মাছের আড়তে যাচ্ছিলেন। পথিমধ্যে মহাসড়কের পুষ্টকামুরী চড়পাড়া নামক স্থানে পৌছালে দুটি মোটরসাইকেল নিয়ে তিনজন তার অটোরিকশার গতিরোধ করে। তাদের মধ্যে দুইজন পুলিশের পোষাক এবং অপরজন কালো শার্ট ও হেলমেট পরিহিত ছিলো। তারা নিজেদের পুলিশের সদস্য পরিচয় দিয়ে ব্যবসায়ী গোপল ও অটোরিকশা চালককে জিজ্ঞাসাবাদ করতে থাকে। এর ফাঁকে গোপাল তার পকেটে থাকা ৫৬ হাজার ২৫ টাকা নিজের বস্তার ভেতর রাখেন। পুলিশ সদস্য পরিচয় দেয়া ছিনতাইকারীরা ব্যবসায়ী গোপালের দেহ তল্লাসী করে কিছু না পেয়ে চলে যাওয়ার উদ্যোগ নেয়। কিছুদুর যাওয়ার পর আবার ফিরে এসে বস্তায় তল্লাসী চালিয়ে ৫৬ হাজার ২৫ টাকা পায় এবং সে টাকা ছিনতাই করে নিয়ে যায়।
ব্যবসায়ী গোপাল রাজবংশী জানান, পুলিশ পরিচয় দেয়ার পর সাহস পেয়েছিলাম। পরে তারা তল্লাসী চালালে ভয় লাগে। ভয়ে এক ফাঁকে পকেটের টাকা বস্তায় রাখি। তাতেও টাকা রক্ষা করতে পারিনি। আমি গরীর মানুষ। ধার-দেনা করে মাছি এনে দেওহাটা বাজারে বিক্রি করি। এ বিষয়ে থানায় মৌখিক অভিযোগ করেছি। মঙ্গলবার (১২ মার্চ) লিখিত অভিযোগ করবেন বলে তিনি জানান।
মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্ত (ওসি) রেজাউল করিম জানান, এ উপজেলায় ২৬ কিলোমিটার মহাসড়ক। পুলিশ নিয়মিত টহলে থাকেন। তারপরও ফাঁক পেয়ে দুস্কৃতকারীরা অপরাধ ঘটিয়ে থাকে। দুস্কৃতকারী চক্রটিকে গ্রেপ্তার করতে পুলিশি তৎপরতা বৃদ্ধি করা হচ্ছে বলে তিনি জানান।