
সোহেল রানা, কালিহাতী ॥
টাঙ্গাইলের কালিহাতীতে অবৈধভাবে মাটি কাটা ও বহনের অপরাধে দুইজনকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। বৃহস্পতিবার (১৪ মার্চ) বিকেলে এই জরিমানা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহাদাত হুসেইন।
জানা যায়, কালিহাতী সদর এলাকা থেকে অবৈধ মাটি ভর্তি একটি ট্রাক সহ দুইজনকে আটক করে পুলিশ। পরে বৃহস্পতিবার (১৪ মার্চ) ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তাদেরকে জরিমানা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহাদাত হুসেইন।
বিষয়টি নিশ্চিত করে ম্যাজিস্ট্রেট শাহাদাত হুসেইন জানান, অবৈধভাবে যারা মাটি ও বালু ব্যবস্যা করছে তাদের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।