সোহেল রানা, কালিহাতী ॥
টাঙ্গাইলের কালিহাতীর এলেঙ্গা রিসোর্টে গোহালিয়াবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ ও প্রভাবশালী ব্যবসায়ী আসাদুজ্জামানের নেতৃত্বে জুয়ার আসরে হানা দিয়েছে কালিহাতী থানা পুলিশ। বৃহস্পতিবার (১৪ মার্চ) রাত সাড়ে এগারোটায় এলেঙ্গা রিসোর্টের বিথীকা কটেজ থেকে জুয়া খেলা অবস্থায় ৩ লাখ ৩০ হাজার ৫২০ টাকাসহ চৌদ্দজনকে আটক করে পুলিশ। অভিযানটির নেতৃত্ব দেন কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামরুল ফারুক ও উপ-পরিদর্শক (এসআই) সাজ্জাদ হোসাইন।
এ সময় জুয়া খেলায় ব্যবহৃত বিভিন্ন রঙয়ের ৫২টি তাস, ৭ প্যাকেট ইনটেক বিভিন্ন রঙয়ের ডন ইউএসএ গোল্ড আলফা কার্ড, জুয়া খেলায় ব্যবহৃত মেঝেতে বিছানো একটি সাদা রঙয়ের চাঁদর ও ১৫ টি মোবাইল সেট উদ্ধার করা হয়।
আটককৃতরা হলেন, কালিহাতী উপজেলার জোকারচর গ্রামের মৃত আইন উদ্দিনের ছেলে ও গোহালিয়াবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক এবং সাবেক ইউপি সদস্য সুলতান মাহমুদ (৫০), প্রভাবশালী ব্যবসায়ী মৃত ফরমান আলীর ছেলে আসাদুজ্জামান (৪৪), মৃত নূর ইসলামের ছেলে ফজলু সরকার (৩৮), এলেঙ্গা রিসোর্টের কর্মচারী ও সরাতৈল গ্রামের আবুল কালামের ছেলে সাইফুল ইসলাম (৪৫), মৃত ফটিক মিয়ার ছেলে রফিকুল ইসলাম (৫০), কোরবান আলীর ছেলে রুবেল মিয়া (৩০), গোহালিয়াবাড়ী গ্রামের আবু সাঈদের ছেলে জুলহাস মিয়া (৩৪), মজিবর রহমানের ছেলে লোকমান মিয়া (৩৮), মাছুহাটা গ্রামের মৃত জহুরুল ইসলামের ছেলে আলমগীর হোসেন (৫৭), সল্লা এলাকার মৃত সোনা মিয়ার ছেলে হাবিবুর রহমান (৪৭), ভূঞাপুর উপজেলার নলুয়া গ্রামের মৃত হাছেন আলীর ছেলে সুজন মিয়া (২৪), সিরাজগঞ্জ সদর থানার দুখিয়াবাড়ী গ্রামের ছবের আলী প্রামানিকের ছেলে আব্দুল আলীম (৩৬), হাট সারটিয়া গ্রামের মৃত আফজাল হোসেনের ছেলে মনিরুল ইসলাম (৩৮) ও বেলকুচি থানার মাঝাইল গ্রামের মৃত মুসা শেখের ছেলে আনোয়ার হোসেন (৩৩)।
এলেঙ্গা রিসোর্টের ভিতরে জুয়ার আসর ও নারীসঙ্গ পাওয়ার নিরাপদ আশ্রয়সহ নানা বিষয়ে রিসোর্ট ব্যবস্থাপক ফখরুল আলমের মুঠোফোনে যোগাযোগ করলে সাংবাদিক পরিচয় পাওয়ার পর বাহিরে আছে জানিয়ে অফিসের অন্যান্য নাম্বরে যোগাযোগ করতে বলে সংযোগ বিচ্ছিন্ন করে দেন ।
উপ-ব্যবস্থাপক ফাহাদের নাম্বরসহ আরও দুটি নাম্বারে যোগাযোগ করলেও তাদের বক্তব্য পাওয়া যায়নি।
কালিহাতী থানার উপপরিদর্শক (এসআই) সাজ্জাদ হোসাইন জানান, সাবেক ইউপি সদস্য সুলতান মাহমুদ ও আসাদুজ্জামানের নেতৃত্বে দীর্ঘদিন ধরে এলেঙ্গা রিসোর্টে জুয়াড় আসর চলছিল। গোপান সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (১৪ মার্চ) রাতে এলেঙ্গা রিসোর্টের বীথিকা কটেজে অভিযান চালিয়ে জুয়ার আসর থেকে ১৪ জন জুয়াড়িকে আটক করা হয়।
কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃত জুয়াড়িদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
এলেঙ্গা রিসোর্টে জুয়ার আসরে পুলিশের হানা ॥ আটক ১৪
৩৫৫ Views