
সোহেল রানা, কালিহাতী ॥
টাঙ্গাইলের কালিহাতীর সল্লা বাসস্ট্যান্ডে আগুনে পুড়েছে ছোটবড় ৪টি টিনসেট দোকান। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় প্রায় ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস । শুক্রবার (১৫ মার্চ) দুপুরে হোটেল থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে ধারনা ফায়ার সার্ভিসের।
এলেঙ্গা ফায়ার সার্ভিসের সাব অফিসার মোহাম্মদ আতাউর রহমান জানান, দুপুর দেড়টার দিকে সল্লা বাসস্ট্যান্ডে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ৪৫ মিনিট চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনা হয়। প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে হোটেল থেকে আগুনের সূত্রপাত হয়েছে। আগুনে একটি হোটেল, একটি মিষ্টির দোকান, একটি মোবাইল সার্ভিসিং এর দোকান ও ১টি মোটরসাইকেল সার্ভিসিং এর দোকান পুড়েছে। এ সময় ৯টি মোটরসাইকেল সম্পূর্ণ পুড়ে গেছে। সবমিলিয়ে আনুমানিক ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতির ধারণা তার।