
স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইল জেলা প্রশাসক কায়ছারুল ইসলাম লৌহজং নদী উদ্ধার, পরিষ্কারকরণ ও নদীর দুপারে রাস্তা তৈরীর কার্যক্রম পরিদর্শন করেছেন। শুক্রবার (১৫ মার্চ) সকালে জেলা প্রশাসন, সদর উপজেলা প্রশাসন, টাঙ্গাইল পৌরসভাসহ সর্বস্তরের জনসাধারণের সমন্বয়ে লৌহজং নদী উদ্ধার কার্যক্রম পরিদর্শন করা হয়।
এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আইরিন আক্তার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট হোসাইন মোহাম্মদ হাই জকী, টাঙ্গাইল সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হাসান-বিন-মোহাম্মদ-আলী, টাঙ্গাইল পৌরসভার ৩নং ওয়ার্ড কাউন্সিলর সাইফুল ইসলাম সরকার, জেলা দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক হূমায়ুন রশিদ আকন্দ সোনা, সাবেক কাউন্সিলর হেলাল ফকিরসহ গণমাধ্যমকর্মী, সুশীল সমাজের প্রতিনিধি ও সর্বস্তরের জনসাধারণ উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক নদীর পাড়ে বসবাসরত জনসাধারণের সাথে মতবিনিময় করে বলেন, নদী উদ্ধার কার্যক্রমে সকলকে সহযোগিতা করতে হবে। আশা করা যাচ্ছে, প্রশাসনের উদ্যোগে দ্রুততম সময়ের মধ্যে লৌহজং নদীর দুপারে রাস্তা নির্মিত হবে এবং নদী তার স্বাভাবিক গতিপথ ফিরে পাবে।