স্টাফ রিপোর্টার, মির্জাপুর ।।
টাঙ্গাইলের মির্জাপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে হোটেলে হামলা চালিয়ে ছয়জনকে আহত করার ঘটনা ঘটেছে। শুক্রবার (১৫ মার্চ) বাদ মাগরিব এ উপজেলার ফতেপুর ইউনিয়নের কুরনী জহির এন্ড আ: রহমান ফিলিং স্টেশনের পাশে আ: রহমান হোটেলে এই হামলার ঘটনা ঘটে। হামলাকারীরা হোটেলের ক্যাশ বাক্স থেকে এক লাখ ৭৩ হাজার টাকা লুট করে বলে অভিযোগ রয়েছে। আহতদের জামুর্কীস্থ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
অভিযোগে জানা গেছে, শুক্রবার বাদ মাগরিব আ: রহমান হোটেলের কর্মচারী সোহাগের সাথে পার্শ্ববর্তী ইচাইল ধল্যাপাড়া গ্রামের হামিদের ছেলে বাবুলের সাথে কথাকাটাকাটি হয়। এক পর্যায় বাবুল তার লোকজনকে মুঠোফোনে খবর দিয়ে এনে হোটেলের কর্মচারীদের ওপর এলোপাতারি হামলা চালায়। হামলাকারীরা হোটেল মালিক মোবারক, সোহাগ, রাসেদুল, শুভ, রায়হান, পাশের ব্যবসায়ী তাইজুলকে মাটপিট করে গুরুতর আহত করে। এছাড়া হামলাকারীরা হেটেলে ভাংচুর চালিয়ে ক্যাশ বাক্সে থাকা এক লাখ ৭৩ হাজার টাকা লুট করে নিয়ে যায় বলে অভিযোগে উল্লেখ করেন।। স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে জামুর্কীস্থ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। রাত দশটায় হোটেল মালিক মোবারক হোসেন ছয়জনের নাম উল্লেখ করে ৭/৮ জনকে অজ্ঞাতনামা আসামী করে থানায় লিখিত অভিযোগ করেছেন।
মির্জাপুর থানার ডিউটি অফিসার সহকারী উপপরিদর্শক (এএসআই) বেলাল হোসেন জানান, অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।