নুর আলম, গোপালপুর ॥
পবিত্র মাহে রমজানের শুরুতেই বিভিন্ন নিত্য প্রয়োজনীয় দ্রব্য লাগামহীন উর্ধ্বগতি ফলে ক্রেতাদের মধ্যে বিরপ প্রতিক্রিয়া দেখা দেয়। কিছু অসাধু ব্যবসায়ী সিন্ডিকেট জন্য দ্রব্যমূলের অস্থিতির পরিবেশ সৃষ্টি হয়।
টাঙ্গাইলের গোপালপুরের দ্রব্যমূল্যে বাজার নিয়ন্ত্রণে গোপালপুর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শনিবার (১৬ মার্চ) বিকেলে কোনাবাড়ী বাজারে বিভিন্ন সবজির দোকান, ফলের দোকান, তরি তরকারিসহ বিভিন্ন নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজার তদারকি করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও দায়িত্বরত উপজেলা নির্বাহী অফিসার নাজমুল হাসান। আরো উপস্থিত ছিলেন গোপালপুর থানার পুলিশ সদস্য আব্দুস সামাদ ও কামরুজ্জামান প্রমুখ।
১২৮ Views