মির্জাপুরে সাংবাদিক অধ্যাপক দুর্লভ বিশ্বাসের শোকসভা অনুষ্ঠিত

টাঙ্গাইল মির্জাপুর

স্টাফ রিপোর্টার, মির্জাপুর ।।
বসুন্ধরা মিডিয়া অ্যাওয়ার্ড প্রাপ্ত সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক দুর্লভ বিশ্বাসের শোকসভা হয়েছে। শনিবার (১৬ মার্চ) মির্জাপুর প্রেসক্লাবের উদ্যোগে এই শোকসভা অনুষ্ঠিত হয়।
দুর্লভ বিশ্বাস মির্জাপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার ও সমকাল পত্রিকার মির্জাপুর প্রতিনিধি ছিলেন।
শনিবার বেলা সোয়া বারোটার দিকে প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত শোকসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল-৭ মির্জাপুর আসনের সংসদ সদস্য খান আহমেদ শুভ।
প্রেসক্লাবের সভাপতি শামসুল ইসলাম সহিদের সভাপতিত্বে সাংসদ খান আহমেদ শুভ ছাড়াও মির্জাপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি কিসমত খোন্দকার, মির্জাপুর ভবানী প্রসাদ সাহা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ সালাহ উদ্দিন আহমেদ, বীর মুক্তিযোদ্ধা সরকার হিতেশ চন্দ্র পুলক, সাবেক মেয়র মোশারফ হোসেন মনি, বীর মুুক্তিযোদ্ধা আম্বার আলী খান, বীর মুক্তিযোদ্ধা শাজাহান সিরাজ, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মুজাহিদুল ইসলাম মনির, সাংগঠনিক সম্পাদক আমিনুর রহমান আকন্দ, দুর্লভ বিশ্বাসের কন্যা দীপা বিশ্বাস ও মুক্তি বিশ্বাস, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সোহেল মোহসীন শিপন প্রমুখ বক্তৃতা করেন।
অধ্যাপক দুর্লভ বিশ্বাস গত ৫ মার্চ মঙ্গলবার রাত দেড়টার দিকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭১ বছর। তিনি স্ত্রী, দুই কন্যাসহ বহু গুনগ্রাহী রেখে গেছেন। অধ্যাপক দুর্লভ বিশ্বাসের বাড়ি মির্জাপুর পৌরসভার বাওয়ার কুমারজানী গ্রামে।
মফস্বলে সাংবাদিকতার প্রসারে ভূমিকা রাখায় ২০২২ সালে টাঙ্গাইল জেলায় তাকে বসুন্ধরা মিডিয়া অ্যাওয়ার্ড প্রদান করা হয়।
দুর্লভ বিশ্বাস উচ্চ মাধ্যমিকের ছাত্র থাকাকালীন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে সারা দিয়ে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে সক্রিয়ভাবে অংশগ্রহন করেন।
১৯৯২ সালে দৈনিক সংবাদে মির্জাপুর প্রতিনিধি হিসেবে কাজ শুরু করেন। ২০০০ সালে যুগান্তর পত্রিকার শুরু থেকে ছয় বছর এবং পরে সমকাল পত্রিকার শুরু থেকে মির্জাপুর প্রতিনিধি হিসেবে কাজ করছিলেন। আগেও তিনি বিভিন্ন স্থানীয় ও আঞ্চলিক পত্রিকায় কাজ করেন। তিনি উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের কমান্ডার হিসেবে টানা দুই মেয়াদ দায়িত্ব পালন করেন।

১৭০ Views

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *