ঘাটাইল প্রতিনিধি ।।
“বঙ্গবন্ধুর স্বপ্ন ধরে আনবো হাসি আবার ঘরে” – এই প্রতিপাদ্যকে সামনে রেখে টাঙ্গাইলের ঘাটাইলে ১৭ মার্চ হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪ তম জন্ম বার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালী, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রবিবার ( ১৭ মার্চ) সকাল ১০ টায় ওয়াল্ড কনসার্ন বাংলাদেশ (ইপজিয়া) প্রজেক্ট ঘাটাইলের আয়োজনে মমরেজ গলগণ্ডা পাবলিক উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
মমরেজ গলগন্ডা পাবলিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবু হানিফ খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,জামুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ শহিদুল ইসলাম খান হেস্টিংস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,যমুনা সংস্থার নির্বাহী পরিচালক মোঃ এনায়েত করিম,মমরেজ গলগন্ডা পাবলিক উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ জয়নাল আবেদীন,ওয়াল্ড কনসার্ন বাংলাদেশের প্রোগ্রাম অফিসার শ্রী গৌরব রঞ্জন দাস প্রমুখ।