
হাবিবুর রহমান, মধুপুর ॥
টাঙ্গাইলের মধুপুরে কারিতাসের কৃষি ও খাদ্য বৈচিত্র্য মেলা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৭ মার্চ) দুপুরে এ মেলার উদ্বোধন করেন মধুপুর উপজেলা নির্বাহী অফিসার জোবায়ের হোসেন। কারিতাস ময়মনসিংহ অঞ্চলের আলোক-৩ প্রকল্পের আয়োজনে জলছত্র সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত মেলায় কারিতাসের আলোক-৩ প্রকল্পের কৃষক দলের সদস্যরা মেলায় তাদের উৎপাদিত বিষমুক্ত কৃষি ফসল নিয়ে অংশ গ্রহন করে।
মেলায় কৃষকরা তাদের উৎপাদিত সবজি, কলা, আলু, শিমুল আলু, বন আলু, পেঁপে, আনারস, কপি, কলা, বেগুনসহ নানা ফসলের বৈচিত্র্য সাজিয়ে বসে স্টল নিয়ে। প্রাণবন্ত এ কৃষি ও খাদ্য বৈচিত্র্য মেলার ফিতা কেটে শুভ উদ্বোধন করেন মধুপুর উপজেলা নির্বাহী অফিসার জোবায়ের হোসেন। স্টল পরিদর্শন শেষে জয়েনশাহী আদিবাসী উন্নয়ন পরিষদের সভাপতি ইউজিন নকরেক এর সভাপতিত্বে বক্তব্য রাখেন কারিতাসের কর্মকর্তা বাঁধন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান যষ্ঠিনা নকরেক, কারিতাসের আলোক-৩ এর মাঠ কর্মকর্তা সূচনা রুয়াম, মধুপুর প্রেসক্লাবের সভাপতি হাবিবুর রহমান, আদিবাসী নেত্রী পিউফিলোমিনা ম্রং, নারী নেত্রী সন্ধ্যা সিমসাং,শান্তি সাংমা, কারিতাসের সুষ্ময় নকরেক, লেয়া রেমা প্রমুখ।
দিন ব্যাপী এ মেলার কৃষি ফসল ক্রয় করেন মেলায় আগতরা। এ সময় মধুপুর গড় এলাকার বিভিন্ন গ্রামের কৃষক, সাংবাদিক শিক্ষক, কারিতাসের কর্মকর্তা কর্মচারীসহ বিভিন্ন শ্রেনী পেশার লোকের উপস্থিত ছিলেন।