স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইলে আমদানি মূল্যের পাকা রশিদ না থাকায় একটি গুদামের মালিককে ৮০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার (১৮ মার্চ) পৌর এলাকার ছয়আনি পুকুরপাড় এলাকায় মেসার্স মা লক্ষ্মী দুর্গা ভান্ডারের গুদামে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার দীপ ভৌমিক।
অভিযানের শুরুতেই তাদের কাছে কোনো চিনি নেই দাবি করলেও সরেজমিনে সেখানে অস্বাস্থ্যকর পরিবেশে চিনি, ময়দা ও তেলের মজুদ পাওয়া যায়। এ সময় কৃষি বিপণন লাইসেন্স ও পণ্যের আমদানি মূল্যসহ পাকা রশিদ প্রদর্শন করতে না পারায় গুদামের মালিককে কৃষি বিপণন আইন-২০১৮ এর ১৯ (ক, ঞ) ধারায় ৮০ হাজার টাকা জরিমানা করা হয়।
প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র কৃষি বিপণন কর্মকর্তা (রুটিন দায়িত্ব) ফারজানা খান, কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) টাঙ্গাইল জেলা শাখার সাধারণ সম্পাদক আবু জুবায়ের উজ্জলসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
টাঙ্গাইলে গুদাম মালিককে ৮০ হাজার টাকা জরিমানা
১৬৪ Views