স্টাফ রিপোর্টার ॥
‘মাননীয় প্রধানমন্ত্রীর উপহার-সুলভ মূল্যে প্রাণিজ পুষ্টির সমাহার’ পবিত্র মাহে রমজানে টাঙ্গাইলে সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রয় উদ্বোধন করা হয়েছে। সোমবার (১৮ মার্চ) টাঙ্গাইল সদর উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের বাস্তবায়নে এবং জেলা প্রশাসন ও জেলা প্রাণিসম্পদ দপ্তরের সহযোগিতায় উপজেলার ছিলিমপুর ইউনিয়নের বরুহা বাজারে সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রয় উদ্বোধন করা হয়।
জেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ মাহবুবুল ইসলাম এর সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইলের জেলা প্রশাসক কায়ছারুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফাহিম শাহরিয়ারসহ স্থানীয় জনপ্রতিনিধিবৃন্দ। অনুষ্ঠানে জেলা প্রশাসক কায়ছারুল ইসলাম সুলভ মুল্যে পণ্য সামগ্রী ক্রেতা-সাধারনের হাতে তুলে দেন।
টাঙ্গাইলে সুলভ মূল্যে দুধ ডিম ও মাংস বিক্রয় উদ্বোধন
১৪৪ Views