
মধুপুর প্রতিনিধি ।।
টাঙ্গাইলের মধুপুরে তিন ব্যাপী খাদ্য ভিত্তিক পুষ্টি বিষয়ক প্রশিক্ষণ শুরু হয়েছে। কৃষি উন্নয়নের মাধ্যমে পুষ্টি ও খাদ্য নিরাপত্তা জোরদারকরণ প্রকল্প (বারটান অংগ), বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট (বারটান) এ প্রশিক্ষণের বাস্তবায়ন করছে। সোমবার (১৮ মার্চ) সকালে মধুপুর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা কৃষি অফিসের সহযোগিতায় এ প্রশিক্ষণের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মো: জোবায়ের হোসেন।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মধুপুর উপজেলা কৃষি কর্মকর্তা আল মামুন রাসেল, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শাহরিয়ার আক্তার রিভা, অতিরিক্ত কৃষি কর্মকর্তা তানজিম নূর রাত্রী, মধুপুর প্রেসক্লাবের সভাপতি হাবিবুর রহমান। স্বাগত বক্তব্য রাখেন বারটান প্রধান কার্যালয়ের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা মোহাম্মদ ওমর ফারুক ও প্রশিক্ষক দীপ্রজিত সরকার।
প্রশিক্ষণে এসএএও,শিক্ষক- শিক্ষিকা, মৎস্য, প্রাণীসম্পদ ও পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মাঠ পর্যায়ের কর্মকর্তা, ইমাম পুরোহিত এবং এনজিও কর্মীসহ বিভিন্ন পেশার ৩০ জন প্রশিক্ষণে অংশ গ্রহন করে।
প্রশিক্ষণে পুষ্টি বিষয়ে আলোচনা করা হয়।