
স্টাফ রিপোর্টার ॥
আসন্ন ঈদ-উল-ফিতরে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়ক দিয়ে যানবাহন চলাচল নির্বিঘ্ন করতে সংশ্লিষ্ট্যদের সাথে পুলিশের সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২০ মার্চ) দুপুরে জেলা পুলিশের উদ্যোগে পুলিশ লাইন্সের মাল্টিপারপাস শেডে এ সভার আয়োজন করা হয়।
পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সারের সভাপতিত্বে আয়োজিত সভায় বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) শরফুদ্দীন, সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী সিনথিয়া আজমিরী খান, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ, জেলা বাস কোচ মিনিবাস মালিক সমিতির সভাপতি খন্দকার ইকবাল হোসেন, মহাসচিব গোলাম কিবরিয়া বড়মনি, জেলা ট্রাক মালিক সমিতির সভাপতি শরীফ হাজারী, ট্রাফিক পুলিশ পরিদর্শক রফিকুল ইসলাম সরকার ও দেলোয়ার হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
এ সময় বিভিন্ন দপ্তরের প্রধান, থানার ওসি, বঙ্গবন্ধু সেতু কর্তৃপক্ষ, পরিবহন মালিক ও শ্রমিক সংগঠন ও সিএনজি মালিক সমিতি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, আসন্ন ঈদে মহাসড়কে যানজট নিরসনে স্বস্ব অবস্থান থেকে প্রয়োজনীয় প্রদক্ষেপ নেয়া হবে। কোথাও কোন ত্রুটি থাকলে তা ঈদের আগেই সংশোধন করা হবে।
পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার বলেন, গত ঈদের মতো এবারের ঈদেও মহাসড়কে যানজট নিরসনে বিভিন্ন প্রদক্ষেপ নেয়া হয়েছে। সকলের সহযোগিতায় ঈদযাত্রায় যানজট নিরসন করা হবে। সকলকেই যার যার অবস্থান থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।