
স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইলে ফয়সাল নামে এক এসএসসি পরীক্ষার্থীকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। সন্তোষ বালিকা উচ্চ বিদ্যালয় পড়ুয়া ছাত্র ফয়সাল (১৮)। রবিবার (১৭ মার্চ) আনমানিক দুপুর ১ টার দিকে ভাসানী মাজার সংলগ্ন এলাকায় তার উপর হামলা চালায় দুর্বৃত্তরা। পরে সে স্থানীয় লোকজনের সহায়তায় বেঁচে যান। পরে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এ ব্যাপারে আহত ফয়সালের পরিবার সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। আবুল কাশেমের ছেলে ফয়সালের বাড়ি টাঙ্গাইল পৌরসভার ৫নং ওয়ার্ডের সাকরাইল পূর্বপাড়া এলাকায়।
অভিযোগ সূত্রে জানা যায়, পোড়াবাড়ী ইউনিয়নের রক্ষিত বেলতা গ্রামের জাহিদুল ইসলামের ছেলে সৌরভ (২৫), নুরুল ইসলামের ছেলে সুজন (২৪) তারা দুইজনসহ কয়েকজন মিলে ফয়সালের উপর হামলা করে বলে জানা যায়। আহত ফয়সালের বাবা জানান, আমাকে তারা হুমকী দিচ্ছে। ভয়ে আমরা চরম নিরাপত্তাহীতায় ভূগছি। তাদের ভয়ে বাড়ীতে থাকতে পাড়ছি না। আমি প্রশাসনের কাছে বিচার চাই। এবং তদন্তের মাধ্যমে দোষিদের বিচার দাবি করছি।
এদিকে অভিযুক্ত সৌরভ জানায়, ফয়সালসহ তার বন্ধু-বান্ধব মিলে অনেক মারধর করে। শুনে আমি এবং আবার এক বন্ধু মিলে আমার ছোট ভাইকে বাঁচাতে যাই। তখন একটু ফয়সালের সাথে ধস্তাধস্তি হয়। পরে ফয়সালের বড় ভাই এসে আমাকে মারধর করে। আমি এর সুষ্ঠ বিচার চাই। সৌরভের বাবা জাহিদুল ইসলাম বলেন, আমার ছেলেকে মারধরের বিচার চাই। প্রশাসন যেন এর সুষ্ঠ বিচার করেন।
পৌরসভার ৫নং ওয়ার্ড কাউন্সিলর আবুল কালাম আজাদ বলেন, মারামরির বিষয়টা আমি শুনেছি। থানায় একটি অভিযোগ হয়েছে এটাও আমি শুনেছি। আবুল কাশেম চাচা ভালো মানুষ। যাদের সাথে তার ছেলের মারামরি হয়েছে তাদের বাড়ি পোড়াবাড়ী। আমি উভয়পক্ষের সাথে কথা বলে একটা মিমাংসা করার চেষ্টা করবো।