
স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইলের মধুপুরে গরুচোর দলের পিকআপভ্যান থামাতে গিয়ে পিকআপের ধাক্কায় শাকিল (১৫) নামে দশম শ্রেণির এক ছাত্র নিহত হয়েছে। বুধবার (২০ মার্চ) সকালে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। মধুপুর উপজেলার আলোকদিয়া ইউনিয়নের গোয়ালভিটা গ্রামের হাবিবুর রহমান হাবুর একমাত্র ছেলে শাকিল আলোকদিয়া উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির বিজ্ঞান শাখার শিক্ষার্থী।
স্থানীয়রা জানান, মঙ্গলবার (২০ মার্চ) মধ্যরাতে সংঘবদ্ধ চোর পিকআপভ্যান নিয়ে ওই গ্রামের গোয়ালভিটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশের বাসিন্দা আব্দুল হামিদের গোয়ালঘর থেকে গরু চুরি করতে যায়। পাশ দিয়ে সিএনজিচালিত অটোরিকশা নিয়ে যাওয়ার সময় চালক বাধা দিতে গেলে গরু চোরেরা তাকে লাঠি দিয়ে আঘাত করে। এ সময় তার ডাকচিৎকারে এলাকার লোকজন রাস্তায় নেমে বাধা দেয়ার চেষ্টা করে। এ সময় স্কুল শিক্ষার্থী শাকিলও এতে শামিল হয়। গরু চোরেরা হাতের লাঠি ও অস্ত্র উঁচিয়ে পালিয়ে যাচ্ছিল। এ সময় প্রাথমিক বিদ্যালয়ের সামনের রাস্তায় বাধা দিতে গেলে গরু চোরেরা শাকিলকে লাঠির আঘাত করে ও দ্রুত পালিয়ে যাওয়ার পথে পিকআপ ভ্যানের ধাক্কা লাগে। এতে শাকিল পড়ে মারাত্মক আহত হয়। রাস্তায় পড়ে থাকা অবস্থা থেকে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে প্রথমে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপেক্সে নিয়ে গেলে চিকিৎসক আশঙ্কাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সেখানে নেওয়ার পর ভোর সকালে শাকিলের মৃত্যু হয়।
এ বিষয়ে মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা আজিজুর রহমান জানান, লাশ ময়মনসিংহ থেকে মধুপুরে নিয়ে আসা হয়েছে। তবে এ বিষয়ে এখনও কোন লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।