হাবিবুর রহমান, মধুপুর ॥
পবিত্র রমজান ও আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে বিভিন্ন শ্রেনী পেশার প্রতিনিধিদের নিয়ে মত বিনিময় সভা করেছে টাঙ্গাইলের মধুপুর থানা। এ সময় বক্তব্য রাখেন এএসপি সার্কেল ফারহানা আফরোজ জেমি, মধুপুর পৌরসভার মেয়র আলহাজ্ব সিদ্দিক হোসেন খান, মধুপুর থানার অফিসার্স ইনচার্জ মোল্লা আজিজুর রহমান, মধুপুর প্রেসক্লাবের সভাপতি হাবিবুর রহমান প্রমুখ।
সভায় যানজট, আইন শৃঙ্খলা, ছিনতাই, ব্যাকিং, নাইট গার্ড, সিকিউরিটি, সিসিটিভি স্থাপনসহ বিভিন্ন বিষয়ে সচেতনতা বিষয়ে আলোচনা করা হয়। এ সময় ব্যাংকের কর্মকর্তা, বিকাশ এজেন্ট, ব্যবসায়ী, সিএনজি, বাস সমিতি, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেনী পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
১৯৮ Views