
স্টাফ রিপোর্টার ॥
এসএসসি টাঙ্গাইল ৯৬’র উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে । শুক্রবার (২২ মার্চ) টাঙ্গাইল আকুর টাকুর পাড়া মুন্সি ওমর আলী হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইল পৌরসভার মেয়র এসএম সিরাজুল হক আলমগীর। মুন্সি ওমর আলী হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার প্রতিষ্ঠাতা পরিচালক ফরহাদ আকন্দ সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন পৌরসভার ৩নং ওয়ার্ডের কাউন্সিলর সরকার সাইফুল ইসলাম, টাঙ্গাইল জেলা সেচ্ছাসেবকলীগের সভাপতি মীর্জা আনোয়ার হোসেন বাবুল, টাঙ্গাইল প্রেসক্লাবের সাধারন সম্পাদক নাসির উদ্দিন, মুন্সি ওমর আলী হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার সাধারন সম্পাদক শাহীন আকন্দ, টাঙ্গাইল প্রেসক্লাবের সাবেক দপ্তর ও লাইবেরী সম্পাদক আরিফ উর রহমান টগর, প্রেসক্লাবের সদস্য আশিকরু রহমান পলাশ।
আরও উপস্থিত ছিলেন আয়োজক কমিটির আহ্বায়ক মোর্শেদ সরোয়ার বাপ্পি, যুগ্ম আহ্বায়ক মো.শাহজালাল আকন্দ, অপু মাহবুব সদস্য সচিব মিল্টন ভৌমিক মানিক, খালিদ বিন আব্দুল আজিজ (জনি), কোষাধ্যক্ষ খোকন খান, হারুন অর রশিদ, সাইদুর রহমান টিটু প্রমুখ। ইফতার মাহফিলে মুন্সি ওমর আলী হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার ২৫ জন সহ সাভার , কালিয়াকৈর , গাজীপুর, উত্তরা সহ টাঙ্গাইল জেলার বিভিন্ন উপজেলার বন্ধুরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে মুন্সি ওমর আলী হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার মাদ্রাসা প্রাঙ্গনে বৃক্ষরোপন করা হয় এবং শিক্ষক ও ছাত্রদের উপহার সামগ্রী দেয়া হয় ।
অনুষ্ঠান সঞ্চলনায় ছিলেন শামীম আল মামুন।