নাগরপুরে ইমামদের সাথে শুভেচ্ছা বিনিময় করলেন বাণিজ্য প্রতিমন্ত্রী

টাঙ্গাইল নাগরপুর

স্টাফ রিপোর্টার ॥
নাগরপুরে সকল মসজিদের ইমামদের সাথে পবিত্র মাহে রমজান ও পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা বিনিময় করেছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু। শনিবার (২৩ মার্চ) আলহাজ্ব মকবুল হোসেন ফাউন্ডেশনের উদ্যোগে নাগরপুর ইমাম সমিতির আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ শুভেচ্ছা বিনিময় ও দোয়া মাহফিলর অনুষ্ঠিত হয়।
আলহাজ্ব মকবুল হোসেন ফাউন্ডেশনের চেয়ারম্যান ও সন্ধানী লাইফ ইনসুরেন্সের পরিচালক মুজিবুল ইসলাম পান্নার সভাপতিত্বে এ সময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজা মো. গোলাম মাসুম প্রধান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হুমায়ুন কবীর, টাঙ্গাইল জেলা ইসলামিক ফাউন্ডেশনের সাবেক উপপরিচালক মোহাম্মদ আলী, নাগরপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এইচ এম জসিম উদ্দিন, টাঙ্গাইল জেলা ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড অফিসার মোস্তাক আহম্মেদ, নাগরপুর থানা কেন্দ্রীয় ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ আব্দুস সালাম আনছারি, নাগরপুর উপজেলার ইমাম সমিতির সভাপতি আনোয়ার হোসেন প্রমুখ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইমাম সমিতির সাধারন সম্পাদক মাও. মো. ইব্রাহিম খান। দোয়া পরিচালনা করেন তেবাড়িয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাও. মো. আ. মালেক। এ সময় উপজেলার সকল মসজিদের ইমামগণ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে আলহাজ্ব মকবুল হোসেন ফাউন্ডেশনের পক্ষ থেকে উপজেলার ৭০৩ জন ইমাম কে নগদ অর্থ প্রদান করা হয়।

 

১৪৪ Views

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *