
বাসাইল প্রতিনিধি ॥
টাঙ্গাইলের বাসাইলে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৬টি ড্রেজার মেশিন ধ্বংস করেছে বাসাইল থানা পুলিশ।
রোববার (২৪ মার্চ) দিনব্যাপী বাসাইল উপজেলা সদর ইউনিয়নের নাইকানীবাড়ি, কাউলজানী ইউনিয়ন ও ফুলকি ইউনিয়নসহ বিভিন্ন এলাকায় ৬টি ড্রেজার মেশিন ধ্বংস করা হয়। এই অভিযান পরিচালনা করেন বাসাইল থানার ওসি মাজহারুল আমিন।
এ বিষয়ে বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল আমিন বলেন, সাধারণ জনগণ আমাদের কাছে অভিযোগ নিয়ে আসে। এজন্য আমরা ড্রেজার মেশিনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছি। আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।