বিভাস কৃষ্ণ চৌধুরী ॥
টাঙ্গাইলের কালিহাতী উপজেলার বল্লা ইউনিয়নের সরাগী গ্রামে প্রায় ৪০০ একর জমি জব্দ করে রেখেছে স্থানীয় প্রভাবশালী বালু ব্যবসায়ীরা। তিন ফসলি জমিতে এস্কেভেটর দিয়ে মাটিতে ছোবল বসালে বোরো ধান আবাদ করেনি কৃষকরা। এতে করে কৃষকরা ক্ষতিগ্রস্ত হয়েছেন।
সরজমিনে দেখা যায়, চারদিকে ধান ক্ষেতে সবুজের সমাহারে ভরা। কিন্তু মাঝখানে ৪০০ একর জমি অনাবাদি রয়েছে। জমির সাথেই রয়েছে সেচ পাম্প, সেচ পাম্পের একপাশের ড্রেন বন্ধ। সেচ পাম্পের মালিক জানান, আমি অনেক বছর যাবত এই জমিতে সেচ পাম্প চালাই। কয়েকদিন আগে হঠাৎ করে এক রাতের মধ্যেই এই ৪০০ একর জমিতে এস্কেভেটর দিয়ে গর্ত করে এই এলাকার প্রভাবশালী বালু ব্যবসায়ীরা। পরে আমরা গ্রামবাসী স্থানীয় ভূমি অফিস ও উপজেলা নির্বাহী অফিসার বরাবর অভিযোগ করেছি। তিনি আরও জানান, এই জমিতে তিনটি ফসল আবাদ করা হয়। সরিষা, বোরো ও আউশ ধানের এই জমি ড্রেজার চালানো হলে আমাদের কৃষকদের ব্যাপক ক্ষতি হবে।
পাশ্ববর্তী জমির মালিক জানান, এই জমিতে ড্রেজার চালোনা হলে আমার জমিও ক্ষতিগ্রস্ত হবে এবং নিরুপায় হয়ে আমার জমিও এই ড্রেজার ব্যবসায়ীদের কাছে বিক্রি করতে হবে। তিন ফসলি জমিতে প্রধানমন্ত্রীর নির্দেশনা রয়েছে জমি রক্ষায় সবাইকে উদ্যোগী হতে হবে। আবাদি জমির মাটি রক্ষা করতে হবে। প্রাণ-প্রকৃতি ধ্বংস বা অপরিকল্পিত চাষাবাদ করে কোনো জমি নষ্ট করা যাবে না।
এ বিষয়ে বালু ব্যবসায়ীদের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করলে ফোনে পাওয়া যায়নি।
এ ব্যাপারে কালিহাতী উপজেলা নির্বাহী অফিসার শাহাদাৎ হুসাইন জানান, অভিযোগ পেয়ে দুইবার অভিযান চালিয়েছি। পূণরায় আবার চালু হলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।