স্টাফ রিপোর্টার ॥
জাতীয় গণহত্যা দিবস উপলক্ষে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে। সোমবার (২৫ মার্চ) বিকেলে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসস্থ পত্যয়'৭১ -এর সামনে কালোব্যাচ ধারণ ও গণহত্যা দিবসকে আন্তর্জাতিক স্বীকৃতির দাবিতে এক মানববন্ধনের আয়োজন করা হয়। এতে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. ফরহাদ হোসেন।
কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের প্রো ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ আর এম সোলাইমান, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগের চেয়ারম্যান, হল প্রভোস্ট ও বিভিন্ন অফিস প্রধানসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারিবৃন্দ অংশগ্রহন করেন।
ভাইস-চ্যান্সেরর বলেন, আজ ২৫ মার্চ বাঙালির ইতিহাসের কালরাত। জাতীয় গণহত্যা দিবস। এই দিনে নিরীহ বাঙালির ওপর পাকিস্তানি হানাদার বাহিনীর চালানো বর্বর গণহত্যার ভয়াবহ স্মৃতিবিজরিত ইতিহাসের এক অধ্যায়। তিনি এই দিবসকে আন্তর্জাতিক স্বীকৃতির দাবি জানান।
মানববন্ধনে ওয়ান বাংলাদেশ টাঙ্গাইল জেলা কমিটির পক্ষ থেকে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ অন্যান্য নেতৃবৃন্দ অংশগ্রহন করেন। এ ছাড়াও রাত ১০টা ০১ মিনিটে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ব্ল্যাক আউট কর্মসূচির আয়োজন করা হয়েছে।