
সখীপুর প্রতিনিধি ॥
টাঙ্গাইলের সখীপুর উপজেলায় এক ব্যবসায়ীর বিরুদ্ধে কালিয়ান উচ্চ বিদ্যালয়ের এক সহকারী শিক্ষককে লাঞ্ছিত করার অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার (২১ মার্চ) উপজেলার কালিয়ান উচ্চ বিদ্যালয় মাঠে এ ঘটনা ঘটে। এ ঘটনার প্রতিবাদে ওই বিদ্যালয়ের অন্তত চার শতাধিক শিক্ষার্থী আজ সোমবার (২৫ মার্চ) দুপুরে স্কুল ক্যাম্পাসে এ মানববন্ধন কর্মসূচি পালন করে।
সরেজমিনে খোঁজ নিয়ে জানা যায়, সম্প্রতি ঐ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচনকে কেন্দ্র করে সভাপতি পদপ্রার্থী মশিউর রহমান রুবেলের সমর্থক মনির হোসেন প্রকাশ্যে স্কুল শিক্ষক রফিকুল ইসলামকে মারধরের হুমকি দেন।
সভাপতি নির্বাচনের একদিন পর গত বৃহস্পতিবার (২১ মার্চ) সকালে স্থানীয় ব্যবসায়ী সোহেল রানা (২৮) স্কুলশিক্ষককে ডেকে নিয়ে শার্টের কলার চেপে ধরে স্কুলশিক্ষার্থীদের সামনে মারধর ও অকথ্য ভাষায় গালিগালাজ করেন।
মূহুর্তের মধ্যে ঘটনা জানাজানি হলে শিক্ষার্থীরা হামলাকারীর বিচার দাবিতে ক্লাস বর্জন করেন। পরবর্তীতে সোমবার (২৫ মার্চ) সকালে ঘন্টাব্যাপী স্কুল ক্যাম্পাসের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে সখীপুর মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ইব্রাহীম হোসেন, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ প্রায় ৪ শতাধিক শিক্ষার্থী হামলাকারী সোহেলের উপযুক্ত বিচার দাবি করেন।
এ ঘটনায় জানতে চাইলে স্কুলের প্রধান শিক্ষক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমি বর্তমানে ট্রেইনিং এ আছি। স্কুলে গিয়ে আলোচনা সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ ব্যাপারে জানতে চাইলে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হারুন অর রশিদ জানান স্কুলের নির্বাচন সুষ্ঠু হয়েছে পরবর্তীতে যে ঘটনা ঘটেছে সেটি শুনেছি সেটি অত্যন্ত দু:খজনক। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।