
স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইলের মির্জাপুরে খেলাফত মজলিসের উদ্যোগে মাহে রমজানের তাৎপর্য আলোচনা ও ইফতার মাহফিল আয়োজন করা হয়।
মঙ্গলবার (২৬ মার্চ) বিকেলে মির্জাপুর প্রেসক্লাব মিলনায়তনে উপজেলা ও পৌর খেলাফত মজলিসের উদ্যোগে এ আলোচনা সভা ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
মির্জাপুর পৌর খেলাফত মজলিসের সভাপতি সোলায়মান মিয়ার সভাপতিত্বে ইফতার পূর্ব মাহে রমজানের তাৎপর্য নিয়ে আলোচনা করেন ঢাকা জেলা খেলাফত মজলিসের সভাপতি মাওলানা মুফতি আশরাফ আলী।
এ সময় অন্যদের মধ্যে আলোচনা করেন মির্জাপুর কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মাওলানা মাহমুদুল হাসান, থানা মসজিদের ইমাম মাওলানা ফরিদ হোসাইন, টাঙ্গাইল জেলা ইসলামী ছাত্র মজলিসের সভাপতি খন্দকার বুরহনুদ্দিন, ইসলামী যুব মজলিসের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইমরান আসাদ, হাফেজ মাওলানা ইস্কান্দার রুসী, মির্জাপুর উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের সাধারণ সম্পাদক আরমান হোসেন তাপস, পৌর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আশরাফ উদ্দিন আহমেদ প্রমুখ।