স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইলের নাগরপুর থেকে গাঁজাসহ এক মাদক কারবারীকে গ্রেফতার করেছে ডিবি (দক্ষিণ)। রবিবার (২৪ মার্চ) বিকেলে ডিবি (দক্ষিণ) এর একটি টিম উপজেলার পাকুটিয়া বাজারে অভিযান চালিয়ে ২৭ কেজি গাঁজাসহ একজনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত মাদক কারবারী হলেন, মির্জাপুর উপজেলার দুল্যা গ্রামের মৃত লাল মিয়ার ছেলে সাইফুল ইসলাম (২৮)।
ডিবি সূত্রে জানা য়ায়, টাঙ্গাইল একটি চৌকস টিমের অবৈধ মাদকদ্রব্য ও অস্ত্র উদ্ধারে বিশেষ অভিযান পরিচালনাকালে নাগরপুর উপজেলার পাকুটিয়া বাজার কপিতয় মাদক কারবারী মাদকদ্রব্য ক্রয় বিক্রয় করছে এমন সংবাদের সত্যতা যাচাই এবং আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে ডিবি (দক্ষিণ)। টাঙ্গাইলের চৌকস টিমটি ঘটনাস্থলে অভিযান পরিচালনা করে ২ কেজি গাঁজা উদ্ধারসহ সাইফুল ইসলামকে (২৮) গ্রেফতার করে। গ্রেফতারকৃত সাইফুল ইসলাম জিজ্ঞাসাবাদের একপর্যায়ে বলেন, সিরাজ শিকদার (৪০) নিকট হতে গাঁজা ক্রয় করছে। পরবর্তীতে গ্রেফতারকৃত আসামীর দেওয়ার তথ্য মোতাবেক অভিযান পরিচালনা করার পূর্ব মুহুর্তে এলাকায় পুলিশ আসার সংবাদ পেয়ে সিরাজ শিকদার ও তার স্ত্রী শিউলি বেগম পালিয়ে যায়। সিরাজ শিকদার এর বাড়ি তল্লাশি করে তার বাড়ির উঠানের মাঝখানে রাখা সরিষাগাছের পালার ভিতরে লুকানো অবস্থায় ২৫ কেজি গাঁজাসহ ২৭ কেজি গাঁজা যার আনুমানিক মূল্য ৮ লাখ ১০ হাজার টাকা উদ্ধার পূর্বক জব্দ করা হয়।
আসামীকে বিচারর্থে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। সিরাজ শিকদার কে গ্রেফতার করার লক্ষে পুলিশি অভিযান অব্যাহত আছে।
নাগরপুরে গাঁজাসহ এক মাদক কারবারী গ্রেফতার
১৩১ Views