দেলদুয়ার প্রতিনিধি।।
মহান স্বাধীনতা দিবস উপলক্ষে টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলা প্রশাসনের পক্ষ হতে জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের ও শহীদ বীর মুক্তিযোদ্ধাদের পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। মঙ্গলবার (২৬ মার্চ) উপজেলা হলরুমে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার শাকিলা পারভীনের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মাহমুদুল হাসান মারুফ, ভাইস চেয়ারম্যান এহসানুল হক সুমন, মহিলা ভাইস চেয়ারম্যান হোসনে আরা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি খন্দকার ফজলুল হক, সাধারণ সম্পাদক শিবলি সাদিকসহ অন্যরা।