মাইক্রোবাসের পাটাতনের নিচে লুকিয়ে রাখা ৯৬৬ বোতল ফেন্সিডিল উদ্ধার

আইন আদালত টাঙ্গাইল টাঙ্গাইল সদর লিড নিউজ

স্টাফ রিপোর্টার ॥
অভিনব কায়দায় মাইক্রোবাসের পাটাতনের নিচে লুকিয়ে রাখা ৯৬৬ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়েছে। এ সময় ৪ মাদক কারবারীকে গ্রেফতার করেছে র‌্যাব-১৪, সিপিসি-৩ এর সদস্যরা। বুধবার (২৭ মার্চ) রাতে টাঙ্গাইলের রাবনা বাইপাস এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে র‌্যাব-১৪, সিপিসি-৩ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কতিপয় মাদক কারবারী রংপুর হতে মাদকদ্রব্য ফেন্সিডিল সংগ্রহ করে ঢাকা জেলার উদ্দেশ্যে একটি নোয়া মাইক্রোবাস যোগে রওনা হয়েছে। উক্ত সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি দল টাঙ্গাইল শহর রাবনা বাইপাস এলাকায় তাৎক্ষণিক তল্লাশি চালায়। এ সময় একটি নোয়া মাইক্রোবাসের সীটের নিচে থাকা পাটাতনের নিচে অভিনব কায়দায় লুকিয়ে রাখা ৯৬৬ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। এ সময় র‌্যাব নোয়া মাইক্রোবাস, ৪টি মোবাইল সেট ও নগদ ১ হাজার ৬৫০ টাকা জব্দ করেছে। মাইক্রোবাসে থাকা দুলু মিয়া (৪০), মিনাজুল ইসলাম (২১), রহিম বাদশা (২৭), মাইক্রোবাসের চালক রিপন ইসলামকে (২২) গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত সকলের বাড়ী লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলার সেবক দাস নিথক এলাকায়।
গ্রেফতারকৃত আসামীদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা আন্তঃজেলা মাদক কারবারী চক্রের সদস্য এবং তারা মাদক কারবারী পরিচালনা করার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিতে প্রতিনিয়ত অভিনব কৌশল অবলম্বন করত। তারা রংপুর জেলা হতে অবৈধ আমদানী নিষিদ্ধ ভারতীয় ফেন্সিডিল সংগ্রহ করে ঢাকা মহানগরসহ দেশের বিভিন্ন স্থানে বিভিন্ন ব্যক্তির নিকট বিক্রয় করে। এ সকল মাদক ব্যবসায়ীদের আইনের আওতায় এনে মাদক মুক্ত দেশ গড়তে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে। উদ্ধারকৃত আলামতসহ গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ মোতাবেক আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

 

 

 

১৫৬ Views

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *