গোপালপুর প্রতিনিধি।।
টাঙ্গাইলের গোপালপুর উপজেলার নিন্ম আয়ের মানুষের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার স্বাস্থ্য সুরক্ষা কর্মসূচির কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। বুধবার (২৭ মার্চ) উপজেলা শেখ রাসেল মিনি স্টেডিয়াম মাঠে উপজেলা প্রশাসন ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগ আয়োজিত অনুষ্ঠানে উপকারভোগীদের হাতে কার্ড তুলে দিয়ে এ কার্য্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি সংসদ সদস্য ছোট মনির।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা ইয়াসমিন সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আলীম আল রাজী, গোপালপুর প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদীন, উপজেলা আওয়ামীলীগ সভাপতি অধ্যাপক আব্দুল মোমেন, উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি প্রকৌশলী খন্দকার গিয়াসউদ্দীন আহমেদসহ হাদিরা, ঝাওয়াইল, হেমনগর, মির্জাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগন ও আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।