সখীপুর প্রতিনিধি।।
টাঙ্গাইলের সখীপুর উপজেলার এক ব্যবসায়ী মোটরসাইকেল যোগে ঢাকা থেকে ফেরার পথে তক্তাচালা বাজারের কাছে ট্রাকের সাথে ধাক্কা লেগে গুরুতর আঘাত পেয়ে মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৮মার্চ) আনুমানিক সন্ধ্যায় ব্যবসায়ীক কাজ শেষ করে ঢাকা থেকে ফেরার পথে তক্তাচালা বাজারের কাছেই দাড়িয়ে থাকা একটি ট্রাকের সাথে ধাক্কা লেগে যুবক নিহত হয়।নিহত ঐ যুবক নবগঠিত বড়চওনা ইউনিয়নের ৮নং ওয়ার্ডের হাজী বাড়ীর সজীবুল হাসান সুজন(২৮)(অবঃ)সেনা সদস্য মো:বাসেদ মিয়ার ছেলে।সড়ক দূর্ঘটনায় নিহত ঐ ব্যবসায়ী মৃত্যুর বিষয়টি সত্যতা নিশ্চিত করে স্থানীয় ইউপি সদস্য মিজানুর রহমান বলেন,সুজনের বড়চওনা বাজারে জুতা(পাদুকার)শো-রুম ছিল। ঈদকে সামনে রেখে সকালে ঢাকায় জুতা কিনতে যায়।ঢাকা থেকে ফেরার পথে ট্রাকের সংঘর্ষ হলে,গুরতর আহত অবস্থায় স্থানীয় লোকজন সখীপুর থানা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।তিনি আরও বলেন,ছেলেটি অত্যন্ত সহজ-সরল ছিল। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমেছে এসেছে।