স্টাফ রিপোর্টার ॥
ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) অ্যালামনাই টাঙ্গাইল পরিবাবের ইফতার মাহফিল শনিবার (৩০ মার্চ) টাঙ্গাইল শহরস্থ একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন মাওলানা মোহাম্মদ আলী সরকারি কলেজের প্রিন্সিপাল ইবিয়ান অধ্যাপক শহিদুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ইবিয়ান অ্যাডভোকেট মোহাম্মদ আলী।
সভাপতিত্ব করেন ইবিয়ান টাঙ্গাইল পরিবারের সভাপতি করটিয়া সরকারি সা’দত কলেজের ব্যবস্থাপনা বিভাগের চেয়ারম্যান ও অধ্যাপক ড. আশিকুল হাসান। অনুষ্ঠান পরিচালনা করেন ইবিয়ান টাঙ্গাইল পরিবারের সাধারণ সম্পাদক মোহাব্বত হোসেন, সরকারি কলেজের সহকারী অধ্যাপক ড. আব্দুল জলিল। এছাড়া কমিটির সহসভাপতি ইবিয়ান ওবায়দুর রহমান কোরেশি, উপদেষ্টা মাওলানা ভাসানী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রেস প্রকাশনা দপ্তরের উপপরিচালক ইবিয়ান সামছুল আলম শিবলী, ফুড টেকনোলজি এন্ড নিউট্রিশনাল সায়েন্স বিভাগের সহযোগী অধ্যাপক ইবিয়ান নান্নুর রহমান ও কমিটির অন্যান্য সদস্য ও উপদেষ্টাসহ প্রায় দেড় শতাধিক ইবিয়ান অংশগ্রহণ করেন।