কালিহাতীতে এতিমদের মাঝে ইফতার বিতরণ করলো দুর্বার

কালিহাতী টাঙ্গাইল

স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইলের কালিহাতী উপজেলার নগরবাড়ী এলাকায় অর্ধশতাধিক এতিম শিশুদের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে। রবিবার (৩১ মার্চ) সন্ধ্যায় উপজেলার চর নগরবাড়ী নূরানীয়া হাফিজিয়া মাদরাসা এবং এতিমখানায় পবিত্র মাহে রমজানে এতিমখানার শিশুদের মুখে এক চিলতে হাসি ফোটাতে এই আয়োজন করে দুর্বার সেচ্ছাসেবী সংগঠন।
সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক সজিব সরকার সঞ্জীব বলেন, “হাসবে রোগী বাঁচবে প্রান, তুচ্ছ নয় রক্তদান” এই প্রতিপাদ্যকে ধারণ করে আমরা মুমূর্ষ রোগীকে প্রতিনিয়ত রক্ত দিয়ে থাকি। এর পাশাপাশি আর্তমানবতার সেবায় বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছি। এরই ধারাবাহিকতায় আজকে আমরা এতিমদের মাঝে ইফতার বিতরণ করলাম। এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক সজিব সরকার সঞ্জীব, সভাপতি আহমেদ বাবুল এবং সাধারণ সম্পাদক কামরুল ইসলাম এবং সদস্য হৃদয় হাসান, জাহিদ হাসান , গোলাম রাব্বি, শাহাদাৎ, আনিসুর রহমান সিয়াম প্রমুখ।
এছাড়া চর নগরবাড়ী নূরানীয়া হাফিজিয়া মাদরাসা এবং এতিমখানার পরিচালক তারা মন্ডল মাতাব্বরসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। ইফতারের পূর্বে দুর্বার স্বেচ্ছাসেবী সংগঠন ও মুসলিম উম্মাহর জন্য বিশেষ দোয়া পরিচালনা করেন হাফেজ রাকিবুল ইসলাম। পরে অতিথিবৃন্দসহ সকলে ইফতারে অংশ নেন।

১৫৭ Views

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *