মধুপুরে গাড়ীর ব্যাটারীর ক্ষতিকর প্রভাব ও সচেতন বিষয়ে প্রশিক্ষণ

টাঙ্গাইল মধুপুর স্বাস্থ্য

মধুপুর প্রতিনিধি ॥
মধুপুরে স্বাস্থ্য কমপ্লেক্সে গাড়ীর ব্যাটারী ও আসবাবপত্র ব্যবহারে মানব দেহের জন্য ক্ষতিকর বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৩১ মার্চ) সকালে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হল রুমে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মধুপুর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাইদুর রহমান, আবাসিক চিকিৎসক কর্মকর্তা ডা. হেলাল উদ্দিন, মেডিকেল অফিসার শাহিনুর রহমান প্রমুখ।

এ প্রশিক্ষণে মধুপুরের ১০জন চিকিৎসক, ১০জন নার্সসহ ৩৭ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করে। প্রশিক্ষণে বক্তারা বলেন, মানব দেহের জন্য গাড়ীর ব্যাটারী অত্যান্ত ক্ষতিকর এবং গাড়ীর আসবাবপত্রও ক্ষতিকর। এ জন্য সকলকে সচেতন হতে হবে। প্রতিবছর এ কারণে প্রায় ৩৭ হাজার মানুষ প্রাণ হারায় বলেও প্রশিক্ষণে জানানো হয়। এ বিষয়ে সকলকে সচেতন হয়ে চলতে হবে বলে জানানো হয়। এ বিষয়ে সচেতন হলে মৃত্যু হার কমে আসবে ও ঝুঁকি হ্রাস পাবে।

২৪৯ Views

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *