মধুপুরে বঙ্গবন্ধুর রুহের মাগফেরাত কামনা ও চেয়ারম্যান পদ প্রার্থীর ইফতার

টাঙ্গাইল মধুপুর রাজনীতি

স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইলের মধুপুরে বঙ্গবন্ধুর রুহের মাগফেরাত কামনা ও উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদ প্রার্থীর মতবিনিময় সভাসহ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৩১ মার্চ) সন্ধ্যায় আলোকদিয়া ইউনিয়নের কালামাঝি উচ্চ বিদ্যালয় মাঠে আসন্ন উপজেলা পরিষদে চেয়ারম্যান পদ প্রার্থী অ্যাডভোকেট ইয়াকুব আলীর নির্বাচনী মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন, মধুপুর পৌর আওয়ামী লীগের সভাপতি ও পৌরসভার মেয়র সিদ্দিক হোসেন খান, উপজেলা পরিষদের চেয়ারম্যান পদ প্রার্থী, টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সদস্য ও শোলাকুড়ী ইউপি চেয়ারম্যান অ্যাডভোকেট ইয়াকুব আলী, মধুপুর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কাজী মোতালেব হোসেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও মির্জাবাড়ী ইউপি চেয়ারম্যান সাদিকুল ইসলাম সাদিক, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শরীফ আহমেদ নাসির, আলোকদিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবু সাঈদ তালুকদার দুলাল ও আলোকদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দুলাল তালুকদার, উপজেলা যুবলীগ নেতা সুজন পাল ও উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইশতিয়াক আহমেদ সজীব, শোলাকুড়ী ইউনিয়নের ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজাহার আলীসহ স্থানীয় যুবলীগ নেতা আলহাজ হোসেনসহ অন্যান্যরা।
অনুষ্ঠানে বক্তারা মধুপুরের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আওয়ামী লীগের সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ হয়ে উপজেলা পরিষদের চেয়ারম্যান পদ প্রার্থী টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সদস্য ও শোলাকুড়ী ইউপি চেয়ারম্যান অ্যাডভোকেট ইয়াকুব আলীকে ভোট দিয়ে বিজয়ী করার আহবান জানান। ইফতার মাহফিলে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার কন্যা জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক কৃষিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা ড. আব্দুর রাজ্জাক এমপির জন্য দোয়া ও মোনাজাত করা হয়।
অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগ, যুব লীগ, ছাত্র লীগের নেতাকর্মীসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

 

 

১৫৭ Views

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *