স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইলে মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম-৬ষ্ঠ পর্যায়ে শীর্ষক প্রকল্পের শিক্ষকদের তিন দিনব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছ। সোমবার (১ এপ্রিল) দুপুরে টাঙ্গাইল শিশু একাডেমি হল রুমে মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম, হিন্দুধর্মীয় কল্যাণ ট্রাস্টের ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জিয়াউল ইসলাম চৌধুরী। মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম হিন্দুধর্মীয় কল্যাণ ট্রাস্টের ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সহকারী প্রকল্প পরিচালক রমেশ চন্দ্র সরকারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা খন্দকার নিপুন হোসাইন প্রমুখ।
এছাড়াও জেলার ১২টি উপজেলার মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের শিক্ষকবৃন্দরা উপস্থিত ছিলেন। টাঙ্গাইলে মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম-৬ষ্ঠ পর্যায়ে শীর্ষক প্রকল্পের শিক্ষকদের তিনদিন ব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণের ১৪৫ জন শিক্ষক অংশ গ্রহণ করেন।
টাঙ্গাইলে শিক্ষকদের তিন দিনব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণের উদ্বোধন
২৮৬ Views