ঘাটাইলে চিকিৎসা সহায়তার চেক বিতরন

ঘাটাইল টাঙ্গাইল

ঘাটাইল প্রতিনিধি।।
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার ক্যান্সার, কিডনী, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইসড, জন্মগত হৃদরোগ ও থ্যালাসেমিয়ায় আক্রান্ত দরিদ্র রোগীদের মাঝে উন্নত চিকিৎসার জন্য সরকারী আর্থিক সহায়তার  চেক বিতরন করা হয়েছে।  মঙ্গলবার (২ মার্চ)সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ধর্ম মন্ত্রনালয় সর্ম্পকিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আমানুর রহমান খান রানা এমপি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে রোগী ও তাদের স্বজনদের হাতে চেক তুলে দেন।
এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা ইরতিজা হাসান, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মোঃ শহিদুজ্জামান মাহমুদ অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন।
উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয় যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে ১৭ জন রোগীকে জনপ্রতি ৫০ হাজার টাকার চেক দেয়া হয়।

৩২৩ Views

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *