
স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইলের ভূঞাপুরে চাঞ্চল্যকর মাদ্রাসা শিক্ষক আব্দুল হক মিয়া (৫৬) হত্যা মামলার অন্যতম প্রধান আসামী ছবুরকে (৫০) গ্রেফতার করেছে র্যাব। সোমবার (১ এপ্রিল) রাতে আসামীকে সখীপুর উপজেলার পৌরসভা কাঁচা বাজার এলাকা হতে গ্রেফতার করা হয়।
র্যাব-১৪, সিপিসি-৩, টাঙ্গাইল ক্যাম্প এক প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে জানায়, গত (১৫ ফেব্রুয়ারি) মাদ্রাসা শিক্ষক আব্দুল হক মিয়া (৫৬) তার পাওনা টাকা আদায়ের উদ্দেশ্যে আসামি জয়নব বেগমের (৩৮) বাড়িতে যান। কিন্তু ঐদিন ভিকটিম আব্দুল হক মিয়া বাড়ি ফিরে না এলে পরের দিন আব্দুল হক মিয়ার স্ত্রী আয়শা খাতুন (৫১) ভূঞাপুর থানা পুলিশের সহায়তায় আসামি জয়নবের দেখানো মতে জয়নবের বাড়ির উঠানের মাটির নিচ হতে তার স্বামী আব্দুল হক মিয়ার মৃতদেহ উত্তোলন করেন।
উক্ত ঘটনায় ভিকটিমের স্ত্রী আয়শা খাতুন (৫১) বাদী হয়ে গ্রেফতারকৃত আসামী ছবুরসহ ৪ জন এজাহার ও অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামী করে টাঙ্গাইলের ভূঞাপুর থানায় হত্যা মামলা দায়ের করেন। যা ভূঞাপুর থানার মামলা নং-৪/৭, তারিখ-১৬/০২/২০২৪, ধারা-৩০২/২০১/৩৪ পেনাল কোড-১৮৬০। বিষয়টি বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ায় প্রচারিত হলে দেশব্যাপী ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং আসামীরা গ্রেফতার এড়াতে ঘটনার পর পরই এলাকা ছেড়ে আত্মগোপনে চলে যায়। উক্ত আসামীদের আইনের আওতায় নিয়ে আসতে র্যাব-১৪, সিপিসি-৩, টাঙ্গাইল ক্যাম্প গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আসামীদের অবস্থান জানার চেষ্টা করে।
পরবর্তীতে উক্ত মামলার ৩নং আসামী ছবুরের (৫০) অবস্থান নিশ্চিত হয়ে গত (১ এপ্রিল) পৌনে ১১টার সময় টাঙ্গাইলের সখীপুর উপজেলা পৌরসভার কাঁচা বাজার এলাকায় অভিযান চালায়। এ সময় উক্ত মামলার ৩নং আসামী মৃত ওয়াজেদ আলীর ছেলে ছবুরকে (৫০) গ্রেফতার করে। তার বাড়ী ভূঞাপুর উপজেলার পলাশিয়া গ্রামে। উক্ত হত্যার ঘটনায় জড়িত অন্যান্য আসামীদের গ্রেফতারের জন্য র্যাবের অভিযান অব্যাহত আছে। পরে গ্রেফতারকৃত আসামী ছবুরকে মঙ্গলবার (২ এপ্রিল) সকালে আদালতে সোপর্দের জন্য ভূঞাপুর থানায় হস্তান্তর করা হয়েছে।