স্টাফ রিপোর্টার।।
টাঙ্গাইলে কর্মরত গণমাধ্যমকর্মীদের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ হতে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার (৩ মার্চ) সকালে টাঙ্গাইল প্রেসক্লাবের বঙ্গবন্ধু অডিটরিয়ামে জেলা প্রশাসনের উদ্যোগে এই উপহার বিতরণ করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইলের জেলা প্রশাসক কায়ছারুল ইসলাম। টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জিয়াউল ইসলাম চৌধুরী, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা দিলীপ কুমার সাহা, টাঙ্গাইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, সহ-সভাপতি কাজী জাকেরুল মওলা প্রমুখ। অনুষ্ঠানে শতাধিক গণমাধ্যমকর্মীদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঈদ উপহার সামগ্রী দেয়া হয়।
৩১৫ Views