স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইলে গণঅধিকার পরিষদের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৫ এপ্রিল) টাঙ্গাইল শহরের একটি রেষ্টুরেন্টে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন উচ্চতর পরিষদের সদস্য শাকিল উজ্জামান। গণঅধিকার পরিষদ টাঙ্গাইল জেলা শাখার আহবায়ক জহিরুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত মাহফিল উপস্থিত ছিলেন সংগঠনের জেলা শাখার সদস্য সচিব মাহবুবুর রহমান রাসেল, ঢাকা দক্ষিণ মহানগরের অর্থ সম্পাদক বেলাল হোসেন, ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক তোফাজ্জল হোসেন, সাবেক ভাইস চেয়ারম্যান উষ্ণা আক্তার, জামায়াত ইসলাম জেলা শাখার সহকারী সেক্রেটারী হোসনী মোবারক বাবুল, জামায়াত ইসলাম শহর শাখার আমীর মিজানুর রহমান চৌধুরী, গণঅধিকার পরিষদ টাঙ্গাইল জেলা শাখার যুগ্ম আহবায়ক মশিউর রহমান প্রমুখ।
এ সময় গণঅধিকার পরিষদের অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।