স্টাফ রিপোর্টার ॥
অভিনব কায়দায় গ্যাস সিলিন্ডারের ভেতরে গাঁজা বিক্রি করতে গিয়ে পুলিশের কাজে ধরা পড়লো একজন মাদক কারবারী। টাঙ্গাইলে ৯ কেজি গাঁজাসহ ওই মাদক কারবারী মুনসুর আলীকে (৩০) গ্রেফতার করেছে ডিবি (উত্তর)। বৃহস্পতিবার (৪ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে টাঙ্গাইল রাবনা বাইপাস মোড়ে টাঙ্গাইল পুলিশের গোয়েন্দা দল ডিবি (উত্তর) এ অভিযান চালায়।
প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে জানা যায়, অবৈধ মাদকদ্রব্য ও অস্ত্র উদ্ধারে বিশেষ অভিযান পরিচালনাকালে গোপন সূত্রে প্রাপ্ত সংবাদের ভিত্তিতে জানতে পারা যায় যে, বৃহস্পতিবার (৪ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে টাঙ্গাইল সদর উপজেলার রাবনা বাইপাস মোড়ে মহাসড়কের পশ্চিম পার্শ্বে নিউ আসিফ মটরস্ এর সামনের ফুটপাতে কতিপয় মাদক কারবারী মাদকদ্রব্য ক্রয় বিক্রয় করছে। উক্ত সংবাদের সত্যতা যাচাই এবং আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ডিবি পুলিশ অভিযান পরিচালনা করে ওমারা নামক কোম্পানির সিলিন্ডার তল্লাশীকালে ২ গ্যাস সিলিন্ডারের ভেতরে থাকা ৯ কেজি গাঁজা উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য দুই লক্ষ সত্তর হাজার টাকা। এ সময় নওগাঁ জেলার পরশা থানার বড়গ্রাম সরদার পাড়া গ্রামের ইউনূস আলীর ছেলে মুনসুর আলীকে (৩০) গ্রেফতার করে।
আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে উদ্বারকৃত ৯ কেজি গাঁজা নিজ হেফাজতে রাখার বিষয়ে নিজের দোষ স্বীকার করে। আসামীর বিরুদ্ধে টাঙ্গাইল সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়। পরে আসামীকে আদালতে প্রেরণ করা হয়।
টাঙ্গাইলে ৯ কেজি গাঁজাসহ এক মাদক কারবারীকে গ্রেফতার
১৩৭ Views