মশাল আলো” ট্রাস্টের পক্ষ থেকে ৫০টি পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ

টাঙ্গাইল মির্জাপুর

স্টাফ রিপোর্টার।।

টাঙ্গাইলে মির্জাপুরে সামাজিক সংগঠন “মশাল আলো” ট্রাস্টের পক্ষ থেকে ৫০টি দুস্থ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। শুক্রবার (৫ এপ্রিল) সকালে মশাল আলো ট্রাস্টের উদ্যোগে মির্জাপুরের শৈলজানা,কুড়ালিয়া পাড়া এলাকার ৫০টি দুস্থ পরিবারের মাঝে পবিত্র মাহে রমজান ও ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়।

এসময়  উপস্থিত ছিলেন, মশাল আলো ট্রাস্ট এর চেয়ারম্যান ও ম্যানেজিং ট্রাস্টি তানজীল আমীন শুভ,ভাইস চেয়ারম্যান উম্মে রুহানি রথি, এক্সিকিউটিভ সেক্রেটারি আল ইয়াসা ইফফাত,ডেপুটি ট্রেজারার বিজয় চন্দ্র শীল,ডেপুটি সেক্রেটারি অফ মিডিয়া এন্ড কমিউনিকেশন জান্নাতুল মাওয়া শ্যামন্তী প্রমুখ।

 

উপহার সামগ্রী হিসেবে প্রতি প্যাকেটে,চাউল- ৫ কেজি,ডাউল- ১ কেজি,লবণ- ১ কেজি,আলু- ১ কেজি,পোলাও চাউল- ১ কেজি,তেল- আধা লিটার, পেঁয়াজ- আধা কেজি,চিনি- আধা কেজি,সেমাই- ১ প্যাকেট (২০০ গ্রাম) রয়েছে।

 

৪৪০ Views

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *