হাবিবুর রহমান ॥
টাঙ্গাইল সদর উপজেলার ভায়েটা হিলফুল-ফুজুল যুব সংঘের উদ্যোগে হিফজুল কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৬ এপ্রিল) দিনব্যাপী উপজেলার ভায়েটা পুরাতন জামে মসজিদে প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মাসব্যাপী এ প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন মাদ্রাসার এক শতাধিক হাফেজে কোরআন ছাত্ররা অংশ নেন। ১ম বাছাই পর্বের পর ২৫ জন প্রতিযোগীকে নিয়ে চূড়ান্ত পর্বের আয়োজন করে ভায়েটা হিলফুল-ফুজুল যুব সংঘ। এতে প্রধান বিচারক ছিলেন হাফেজ ক্বারী মাওলানা আব্দুল কুদ্দুস।
প্রতিযোগিতায় ১ম স্থান অর্জন করে আহনাফ আল ইসলাম, ২য় স্থান আব্দুল্লাহ আল নূর, ৩য় স্থান তাওহীদুল ইসলাম তাসিন। চূড়ান্ত পর্ব শেষে মোট পঁচিশ জনকে ক্রেস্ট প্রদান করে পুরস্কৃত করা হয়। এছাড়া প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের যথাক্রমে নগদ পনেরো, দশ ও সাত হাজার টাকা প্রদান করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইল সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক এ্যাড. খোরশেদ আলম। অনুষ্ঠানটি পরিচালনা করেন মিফতাহুল উলুম মাদ্রাসার মুহতামিম হাফেজ ক্বারী শাহজালাল।
এরপর ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।