স্টাফ রিপোর্টার ॥
বঙ্গবন্ধু সেতু পূর্ব টোল প্লাজা পরিদর্শন করেছেন টাঙ্গাইলের জেলা প্রশাসক কায়ছারুল ইসলাম। রোববার (৭ এপ্রিল) দুপুরে বঙ্গবন্ধুর সেতু পূর্ব টোল প্লাজা পরিদর্শন করেন তিনি।
জেলা প্রশাসক কায়ছারুল ইসলাম বলেন, মির্জাপুর থেকে বঙ্গবন্ধু সেতু পর্যন্ত ৬৫ কিলোমিটার মহাসড়কে জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রত্যেকটি গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হয়েছে। মহাসড়কে ঈদের আগের তিন দিন ও পরের তিন দিন ট্রাক চলাচল বন্ধ থাকবে। সে ব্যবস্থাগুলো গ্রহণ করেছি। কোন অটোরিকশা মহাসড়কে ঢুকতে দিব না।
তিনি আরও বলেন, যদি আমরা দেখি রাস্তায় কোন যানজট নেই। মানুষ নির্বিঘ্নে চলছে, জীবনের ঝুঁকি নিয়ে মানুষ কোন ট্রেনে বা খোলা ট্রাকে উঠে আমরা তাদের মোবাইল কোর্টের আওতায় নিয়ে আসবো।
৩০৬ Views