সোহেল রানা, কালিহাতী||
আসন্ন পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে টাঙ্গাইলের কালিহাতী পৌরসভায় দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় হতে প্রাপ্ত দুস্থ্য গরিব ও বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে মানবিক সহায়তা কর্মসূচির আওতায় বিনামূল্যে ভিজিএফ এর চাল বিতরণ করা হয়েছে।
সোমবার (৮ এপ্রিল) সকালে পৌরসভা কার্যালয় থেকে ৩ হাজার ৮১ টি পরিবারের মাঝে ১০ কেজি করে ওই চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন, কালিহাতী পৌরসভার মেয়র মোহাম্মদ নুরুন্নবী সরকার।
এসময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সেহাব উদ্দিন, পৌরসভার কাউন্সিলর অজয় কুমার দে সরকার লিটন, আব্দুস ছালাম, এনামুল হক, পৌর নির্বাহী কর্মকর্তা শিব প্রসাদ সূত্রধর, হিসাব রক্ষক ছানোয়ার হোসেন ও উচ্চমান সহকারী রফিকুল ইসলামসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
৩১৭ Views