স্টাফ রিপোর্টার ॥
সকল প্রতিকূলতাকে জয় করে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) ভর্তি হওয়ার সুযোগ পেয়েছেন টাঙ্গাইলের নাগরপুর উপজেলার ভাদ্রা ইউনিয়নের টেংড়ীপাড়া গ্রামের সন্তান আরাফাত রহমান। মধ্যবিত্ত পরিবারের এ সন্তান বুয়েটে চান্স পাওয়ায় তার পাশে দাঁড়িয়েছেন নাগরপুরের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজা মো. গোলাম মাসুম প্রধান।
সোমবার (৮ এপ্রিল) সকালে আরাফাতকে নিজ কার্যালয়ে ডেকে নিয়ে আসেন ইউএনও। এ সময় দেশের অন্যতম সর্বোচ্চ বিদ্যাপীঠ বুয়েটে ভর্তির সুযোগ পাওয়ায় তাকে ফুলেল শুভেচ্ছা জানান তিনি। পাশাপাশি আর্থিকভাবে সহযোগিতা করেন ইউএনও।
জানা যায়, আরাফাত রহমান নাগরপুর উপজেলার ভাদ্রা ইউনিয়নের টেংড়ীপাড়া গ্রামের আশিকুর রহমানের ছেলে। তিনি ২০২৩-২৪ শিক্ষাবর্ষে বুয়েটের ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগে ভর্তি হয়েছেন।
তিন ভাইয়ের মধ্যে আরাফাত সবার বড়। তিনি ২০২১ সালে এসএসসি পরীক্ষায় ঢাকার মনিপুর উচ্চ বিদ্যালয় থেকে (বিজ্ঞান বিভাগ) গোল্ডেন জিপিএ-৫ অর্জন করেন। ২০২৩ সালে এইচএসসি পরীক্ষায় সেন্ট যোসেফ থেকে গোল্ডেন জিপিএ-৫ পান তিনি। খোঁজ নিয়ে জানা গেছে, মেধাবী শিক্ষার্থী আরাফাতের বাবা একজন সরকারী চাকুরীজীবি হয়েও তিনি তার তিন সন্তানকে তার সাধ্যের সবটুকু দিয়ে ভালো মানুষ হিসেবে গড়ে তোলার চেষ্টা করছেন।
এ বিষয়ে বুয়েট ছাত্র আরাফাত রহমান বলেন, খুব ছোট থেকে বিভিন্ন প্রতিকূলতার সঙ্গে যুদ্ধ করে পড়াশোনা চালিয়ে আসছি। অনেক গুণী মানুষের সহযোগিতার কারণে আজ আমি এই পর্যন্ত আসতে পেরেছি। মা, বাবা ও সবার দোয়ায় বুয়েটে ভর্তির সুযোগ পেয়েছি।
নাগরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজা মো. গোলাম মাসুম প্রধান বলেন, উপজেলা প্রশাসন সবসময় মেধাবীদের পাশে ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে। কৃতিছাত্র আরাফাতকে প্রাথমিকভাবে অর্থনৈতিক সহযোগিতা করা হয়েছে। প্রয়োজনবোধে ভবিষ্যতে আরও সহযোগিতা করা হবে।
বুয়েটে পড়তে আরাফাতের পাশে দাঁড়ালেন নাগরপুরের ইউএনও
১৭১ Views