
স্টাফ রিপোর্টার ॥
ভাষা সৈনিক, কেন্দ্রীয় আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সাবেক সদস্য, টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি একুশে পদকপ্রাপ্ত মির্জা তোফাজ্জল হোসেন মুকুল স্মৃতি স্বরণে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার (৭ এপ্রিল) তার বাসস্থান সংলগ্ন দিঘুলিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে দোয়া ও ইফতার মাহফিলে অনুষ্ঠিত হয়।
এতে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য ছানোয়ার হোসেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জোয়াহেরুল ইসলাম জোয়াহের, মরহুম মির্জা তোফাজ্জল হোসেন মুকুলের কন্যা বাংলাদেশ আওয়ামী মহিলা লীগের সহ-সভাপতি ডাক্তার মির্জা নাহিদা আক্তার বন্যা ও পুত্র জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মির্জা মঈনুল হোসেন লিন্টু।
এছাড়া বিভিন্ন অতিথিদের মাঝে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের বিভিন্নস্তরের নেতৃবৃন্দসহ জেলা ক্রীড়া সংস্থার কার্যকরী কমিটির সহ-সভাপতি এ হাসান ফিরোজ, যুগ্ম সম্পাদক মাতিনুজ্জামান খান সুখন ও ইফতেখারুল অনুপম, কোষাধ্যক্ষ আব্বাস সরকার, কার্যকরী কমিটির সদস্য বজলুর রহমান, জুয়েল খান ও ভ্রমর চন্দ্র ঘোষ ঝোটন প্রমুখ।